Monday, 31 October 2016

বিদায় মেয়েবেলা

আলমারি,বই,দিস্তা বাধাই খাতা।
সময় ধুয়েছে হলদে মলিন পাতা।
সূঁচ সুতো দিয়ে সেলাই মলাট খানা,
শেষ পাতা জুড়ে আঁকা স্কেচ কয়খানা,
নাম ক্লাস রোল নম্বর..

পার্কের দোলনা ভুলে বাইসাইকেল,
একছুটে ছাদ, ন্যাড়া সিঁড়ি বেয়ে নোনতা বিকেল।
শিশির ভেতর শুকিয়ে যাওয়া জলছবি রং
পায়ের নুপুর, মায়ের শাড়ী, রেডিও এবং
“নীলে নীলে অম্বর”..

কবিতার বই,জন্মদিনের কেক
হাঁটতে হাঁটতে প্রেমের বয়স অনেক।
আবছায়া সব কালির দোয়াত নীল
তার চেয়েও গাঢ় ,স্বপ্ন ভাঙা তিল।
লাজহীন , বর্বর..


গোধূলির কাক, শাঁখেদের রেল গাড়ি
বায়োস্কোপে আর ফেরেনা বাড়ি।
সাদা ফিতে বাঁধা বেনুনির টানে ফেরা
মেলার ঘূর্ণি, চটির ফিতেটা ছেড়া।
স্মৃতির কবর..

বিদায়।




Tuesday, 25 October 2016

অশরীরী ডাকনাম

তুই আকাশগঙ্গার আলো হয়ে জেগে থাক সারা রাত।
যেসব বিকেলের আলো দেখা হয়না আর
সেই আলো জমা আছে ওই পার।


তুই ভোরবেলা হিম হয়ে পড়িস বাড়ির কার্নিশে,
এখন শরৎকাল।
আমি জানলা খুলে ভাববো তোর কথা
বুকের কোথাও নীল হয়ে থাকে পুরোনো ব্যথা।
নিকোটিনের মতো বিষ হয়ে জমা থাক ফুসফুসে।


স্টেশন, বা মিনি বাসে বুড়ো লজেন্সওয়ালা
ছেড়েছি অনেক বাস আমরা সেদিন,
তাড়াহুড়ো করে ভুলে গেছে খুচরো ফেরত দিতে।
ওর কাঁপা হাতে আধুলি হয়ে থাক তুই যতদিন পারিস।
হয়তো এভাবেই ফিরে আসবি আমার হাতে।


তোকে লেখা চিরকুটের কবিতার মতো
হারিয়ে গেছে আমি,তুই,শব্দ, গন্ধ, ছায়া।
কাকভোরে স্বপ্নের মতো
শুধু বেঁচে আছে ডাকনামের মায়া।


আমরা চোখে চোখে স্বপ্ন হয়ে ফিরে আসবো না হয় ,
যদিও কাজ নেই আর ফিরে এসে;
তবু।

যদি মলাট খুলে হঠাৎ চোখে পড়ে প্রথম পাতা
গল্পের আগে যেখানে নাম লিখেছিলাম কাঁচা হাতে,
গল্প পুরোটা না পড়েই।
তুই আছিস এই বিশ্বাসে।

Did you find your Ikigai yet?

Ikigai. Someone introduced me to this Japanese word few years back. And since that day, this word resonated so much in my ear and slowl...