আলমারি,বই,দিস্তা বাধাই খাতা।
সময় ধুয়েছে হলদে মলিন পাতা।
সূঁচ সুতো দিয়ে সেলাই মলাট খানা,
শেষ পাতা জুড়ে আঁকা স্কেচ কয়খানা,
নাম ক্লাস রোল নম্বর..
পার্কের দোলনা ভুলে বাইসাইকেল,
একছুটে ছাদ, ন্যাড়া সিঁড়ি বেয়ে নোনতা বিকেল।
শিশির ভেতর শুকিয়ে যাওয়া জলছবি রং
পায়ের নুপুর, মায়ের শাড়ী, রেডিও এবং
“নীলে নীলে অম্বর”..
কবিতার বই,জন্মদিনের কেক
হাঁটতে হাঁটতে প্রেমের বয়স অনেক।
আবছায়া সব কালির দোয়াত নীল
তার চেয়েও গাঢ় ,স্বপ্ন ভাঙা তিল।
লাজহীন , বর্বর..
গোধূলির কাক, শাঁখেদের রেল গাড়ি
বায়োস্কোপে আর ফেরেনা বাড়ি।
সাদা ফিতে বাঁধা বেনুনির টানে ফেরা
মেলার ঘূর্ণি, চটির ফিতেটা ছেড়া।
স্মৃতির কবর..
বিদায়।